গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
ঘরে ঘরে বিদ্যুৎ, বিনিয়োগ বিকাশ, আশ্রয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, কমিউনিটি ক্লিনিক ও শিশুর অধিকার নিয়ে জেলা পর্যায়ে রোববার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামান, ডিডি এনএসআই মো. আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।