মোঃ রুবেল স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ) সকালে শান্তিরহাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে যে সব ব্যবসায়ী এবং দোকান মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে শীঘ্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শেখ আহমদ বলেন, আমার ২০টি প্রতিষ্ঠান হারিয়ে পথের ফকির হয়ে গেছি, আমার দোকানদারদের ও সব পুঁজি শেষ, এখন সরকারি সহযোগিতা ছাড়া কোন উপায় নেই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম ভূইয়া, ভূজপুর থানা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অঞ্জন চৌধুরী।
উল্লেখ্য, গত ৮ মার্চ ভোররাতে দাঁতমারা ইউপির ৮নং ওয়ার্ড শান্তিরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ ব্যবসায়ীর ৩০টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।