বিশেষ প্রতিনিধি এস এম জসিম
ফটিকছড়ি উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে মাইক্রোবাস যোগে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে।
এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চালকসহ চার জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
পরে মাইক্রোবাসটি ভাংচুর করে ক্ষুব্ধ জনতা।
২৯ জানুয়ারী সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে তিন ছাত্রী বিদ্যালয়ে আসার পথে একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন যুবক এসে তাদের গতিরোধ করেন এবং এক শিক্ষার্থীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে শান্তিরহাট বাজারে জনতা গতিরোধ করে মাইক্রোবাসের চালকসহ চারজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
আটককৃতরা হলেন-উপজেলার হাজারীখিল নলুয়া পাড়ার মনিরাম ত্রিপুরার ছেলে বাজল ত্রিপুরা (১৯),একই এলাকার পশ্চিমপাড়ার গোপাল বিশ্বাসের ছেলে চঞ্চল বিশ্বাস (২৪) ও লাম্বাগোড়া এলাকার বুদিয়া ত্রিপুরার ছেলে মৃদুল ত্রিপুরা (২৫), মাইক্রোবাস চালক হারুয়ালছড়ির লম্বাবিল এলাকার আবুল কাশেমের ছেলে মো: শাবলু (২৩)।
ৃ
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুল হক বলেন, স্কুল ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ চেষ্টার ঘটনায় চার জনকে পুলিশ আটক করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।