
মোঃ আলমগীর হোসেন ক্রাইম রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন এবং ঈগল–২ নাইট পার্টির সদস্যদের সহায়তায় জামতলা এলাকায় জনৈক আবু তালেবের ছয় তলা ভবনের ছাদের রুমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১) মোঃ সিরাজুল ইসলাম সাজু (২৭), পিতা—মোঃ আলাল উদ্দিন, সাং—টেবিরচর, জামালপুর; বর্তমানে উক্ত ভবনের ছাদের রুমের ভাড়াটিয়া। ২) মোঃ হাবিব মিয়া (২৫), পিতা—মোঃ রিয়াজুল হক, সাং—বালাপাড়া, কাউনিয়া, রংপুর; বর্তমানে একই রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
তাদের হেফাজত থেকে সিরাজুল ইসলাম সাজুর কাছ থেকে ৮০ পিস এবং হাবিব মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে现场ে জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ফতুল্লা মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।