ওয়ারেছ আহমেদ ভূঁইয়া তাপস, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান।
সকাল থেকেই ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্র সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছিল। কোন প্রকার সহিংসতা ছাড়াই মানুষ ভোট দিয়েছে।
তবে সর্বশেষ বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন সাংবাদিক শফিকুর রহমান । তিনি ফরিদগঞ্জে ৩৬৪৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম বিদ্রোহী প্রার্থী ঈগল মার্কার শামসুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৫৪২৫ ভোট।
এই ফলাফলটি ঘোষণা করেন ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য,বেসরকারিভাবে নির্বাচিত হওয়া এই জনপ্রিয় প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান ইতিমধ্যে তার এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন।