বিপ্লব কুমার দাস নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এ মতবিনিময় সভায় ফরিদপুর জেলার সকল উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা বলেন, ‘জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।
সেই সাথে একমত পোষণ করে আমরা ফরিদপুরের সকল উপজেলার পূজা উদযাপন কমিটি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের একাংশ দুর্ভোগ-দুর্দশায় থাকবে, আর অন্য একাংশ উৎসব উদযাপন করবে এটা হতে পারে না। ’
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।