মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টার: ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কারাগার থেকে নির্বাচিত হওয়া শামসুলের জামিন।
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ মে) জামিন মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
এর আগে গত ৭ মে শামসুল আলম চৌধুরীকে কারাগার পাঠান একই আদালতের বিচারক। এর একদিন পরই কারাগারে থেকেই ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন তিনি।
অমিতাভ-নাসিমের জামিন, শামসুল কারাগারে
ফরিদপুরের সাবেক পৌর মেয়র মাহতাব কারাগারে
এদিন মামলাটিতে কারাগারে থাকা আরও ছয় আসামির জামিন নামঞ্জুর করে আদেশ দেন আদালত। তারা হলেন- ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু, মোকাররম মিয়া বাবু, ফকির বেলায়েত, সিদ্দিকুর রহমান, রফিক মণ্ডল ও ফুয়াদ। এছাড়া মামলায় জামিন নামঞ্জুর করে অনিমেষ রায় নামে এক আইনজীবীকে কারাগারে পাঠান বিচারক।
মামলা সূত্রে জানা যায়, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।
মামলাটি তদন্ত শেষে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ জুন সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি।