ফিউচার শাইন বিউটি একাডেমির পঞ্চম ব্যাচের সনদ বিতরণ ও গেট-টুগেদার আয়োজন আগামী রবিবার, জানুয়ারি ১৯, বাফেট লাউঞ্জ, বিএনএস সেন্টারে অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে একাডেমির সাম্প্রতিক সাফল্য, শিক্ষার্থীদের অর্জন এবং সৌন্দর্যশিল্পে একাডেমির ভূমিকা তুলে ধরা হবে। আয়োজনটি একাডেমির সৃজনশীল ও গুণগতমানসম্পন্ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রতিফলন হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশিষ্ট অতিথি, পেশাদার সৌন্দর্য বিশেষজ্ঞ, সাংবাদিক এবং একাডেমির সফল শিক্ষার্থীরা। সনদ বিতরণের পাশাপাশি থাকছে একটি বিশেষ আলোচনা সভা, যেখানে সৌন্দর্যশিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে সফল শিক্ষার্থীদের জীবনগল্প, প্রশিক্ষণের অভিজ্ঞতা এবং একাডেমির প্রশংসাপত্র প্রাপ্তির মাধ্যমে তাদের ক্যারিয়ারে যে অগ্রগতি হয়েছে, তা তুলে ধরা হবে। এছাড়াও থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিক্ষার্থীরা তাদের নান্দনিক প্রতিভার প্রদর্শনী করবেন।
উল্লেখ্য, ফিউচার শাইন বিউটি একাডেমি সৌন্দর্যশিল্পে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার পাশাপাশি, এই খাতে তাদের স্বনির্ভর হতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি।