শিহাব তালুকদার, স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নির্দেশে ফুটপাতে চাঁদাবাজদের চাঁদাবাজি মুক্ত করতে কাজ করছে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। ফুটপাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের হাতে জিম্মি থেকে চাঁদা দিয়ে আসছিল। সরকার পতনের পর এখন আর কেউ ফুটপাতে চাঁদাবাজি করছে না। ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নিয়মিত তদারকি করছেন বিএনপির সভাপতি নজরুল ইসলাম।
এছাড়াও ফুটপাতের চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।
নজরুল ইসলাম নজু এশিয়ান টেলিভিশনকে জানায় -চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিএনপির নেতৃবৃন্দরা। খেটে খাওয়া ফুটপাতের হকারদের কাছে যে চাঁদা চাইবে তার বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি।এ সময় তিনি অসহায় এসব হকারদের পাশে সব সময় থাকবেন বলেও জানান।