লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন ১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের ও ৫ নং ওয়ার্ড ইউ পি সদস্য সোহেল রানার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক কুচক্রী মহল কটূক্তি করে ফেইসবুকে।
একটি ফেক আইডিতে কিছু মিথ্যা রটিয়ে বিভ্রান্ত চড়িয়েছে।এমন কি এ আইডিতে বিভিন্ন সময়,দিঘলী ইউনিয়নের,সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে ও বিভ্রান্ত ছড়ায়।এতে করে মানুষ বিভ্রান্তকর অবস্থায় আছে। কিন্তু এ আইডি কে চালাচ্ছে কেউ জানেনা সবাই এ আইডি থেকে নিস্তার চায়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,আমার পরিষদের বিরুদ্ধে যে মিথ্যা ঘটনা রটিয়েছ তাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট এধরণের ঘটনা আমার পরিষদে ঘটে নাই।এইটি ষড়যন্ত্র মূলক তাই আমি এ আইডি যে চালায় তার বিচার চাই।সাধারণ জনগণকে বলবো। আপনারা গুজবে কান দিবেন না এবং যে এ আইডির সন্ধান দিতে পারবে তাকে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আপনারা এ আইডি টা খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানাই।
ইউনিয়ন পরিষদের সচিব ও ইউ পি সদস্য সোহেল রানার সাথে কথা বলে জানা যায়,তাদের মাঝে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই এইটা এক ধরনের ষড়যন্ত্র।আমাদের মানসম্মান ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল এ কাজগুলো করে যাচ্ছে।আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এ ধরনের বিভ্রান্তি যাহারা ছড়ায় তাদের কে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।আমরা পরিষদের পক্ষ থেকে এ আইডির বিরুদ্ধে মামলা করবো।