ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি শারমীন আরা: ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল সহ
মো:সানোয়ার মন্ডল(৫০) ও তহুরা খাতুন (৪৬)
নামের দুই জন গ্রে-ফতার।
শুক্রবার সকালে ঝিনাইদহের সদর থানাধীন
চন্ডীপুর তালতলা চৌরাস্তা মোড়ে চন্ডীপুর টু চুলকানী বাজারগামী পাকা রাস্তার উপহ হতে
৩০ বোতল ভারতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মো:সানোয়ার মন্ডল চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার আন্দোলবাড়ীয়া মীরপাড়ার
বিশারত আলী মন্ডলের ছেলে এবং
একই স্থানের মৃত খোকন মন্ডলের স্ত্রী তহুরা খাতুন।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান, চন্ডীপুর তালতলা চৌরাস্তা মোড়ে চন্ডীপুর টু চুলকানী বাজারগামী সড়কে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল।
সেসময় সন্দেহ হলে মো:সানোয়ার ও
তহুরা খাতুনকে আটক করা হয়।
পরে তাদের তল্লাসী করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল।
এ ঘটনায় ডিবির পক্ষ থেকে আসামির বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।