আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
ফেব্রুয়ারি মাসে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বিভিন্ন সময় পৃথক চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। ৪৩ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৯ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, ১ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন। ১ লক্ষ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ইমিটেশন গহনা, চোরাচালানী মালামাল পরিবহনের দায়ে ২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বাংলাদেশী ৩ টি ট্রাক, ১,৮৩,৪০ হাজার টাকা মূল্যের ১৪ শত বস্তা মেয়াদউর্র্ত্তীন ও ভেজাল সার। ১ কোটি টাকা মূল্যের ২৫শত মণ কাঠ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।