রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার নলকা ইউনিয়নের বকুল তলা নামক স্থানে একটি জন বহুল সরকারি রাস্তা ও মার্কেটের মূল প্রবেশদার গায়ের জোরে অবৈধ বালু ফেলে দখল করলেন সুমন গং। এতে শামীম তালুকদার মার্কেট বন্ধ ব্যবসায়ীরা দিশেহারা।
জানা যায়, উপজেলার নলকা ইউনিয়নের চকদাদের পাড়া বকুল তলা বাজার হতে পূর্ব মথুরাপুর যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা ও তালুকদার মার্কেটের মুল প্রবেশদার বেশ কিছু দিন ধরে সুমন শেখ ফুলজোর নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু তুলে দখল করে নেয় চকদাদ পুর গ্রামের আব্দুল মজিদের ২৮ শতক জমি। পরে রাস্তা ও তালুকদার মার্কেট গায়ের জোরে বন্ধ করে দেয় সুমন ও তার পেটুয়া বাহিনী।
এমন জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দখল করায় হাজার হাজার পথচারীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে। পাশাপাশি তালুকদার মার্কেটের ক্রেতার অভাবে ব্যবসায়ীদের দোকান বন্ধ হয়ে গেছে। ঐ মার্কেটের একাধিক মনোহারি ও ইলেকট্রনিক দোকানি নবীন হাকিম হায়দার,বলেন ইতিপূর্বে দোকানে রমরমা ব্যবসা হতো কিন্তু মার্কেটের মূল প্রবেশদার বন্ধ করে দেওয়ার পর থেকেই কোন খদ্দের আমাদের দোকানে আসতে পারে না।
এরপর থেকেই ১০ টি দোকানে ঝুলছে তালা এখন আমরা দিশেহারা। গত বুধবার বিকেল ৩ টায় সরোজমিনে ঘটনা স্থলে এক দল সংবাদ কর্মী তথ্য সংগ্রহ করতে বকুল তলা হাজির হয়। সেখানে দেখা যায়, ৬০ বছর ধরে বকুল তলা বাজার থেকে চকদাদের পাড়া গ্রামের ভিতর দিয়ে তৈরি করা ও পূর্ব ফরিদপুর চলাচল কৃত সরকারি রাস্তা ও তালুকদার মার্কেট বন্ধ করে দিয়েছে প্রভাব শালী চকদাদ পুর গ্রামের সুমন ও তার পেটুয়া বাহিনী।
সুমন বাহিনী এলাকার প্রভাব শালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পায় না। এ বিষয়ে তালুকদার মার্কেট মালিক মোঃ শামীম তালুকদার বাদী হয়ে সুমন গংদের বিরুদ্ধে সিরাজগঞ্জ কোর্ট ও সলংগা থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেন। বিবাদী গনেরা হলেন চকদাদের পাড়া মোঃ সুমন শেখ ৪০ পিতা মোবারক মোঃ ফারুক ৩৫ পিতা, মৃত ফজলুল হক। মোঃ কালাম ৫০ পিতা, মৃত ফজলুল হক, মোঃ মোবারক আলী ৬০ পিতা মৃত কোরবান আলী, মোঃ জিয়াদুল ৪৫ পিতা ফজলুল হক। মোঃ শফিক ৫০ সাইদুল ৩৫ উভয় পিতা মৃত আজিজুল হক। মামলা নং ২৫৬/ ২২ ও জিডি নং ১৪১৬।
এ বিষয়ে নলকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকের সাথে কথা বললে তিনি জানান চকদাদের পাড়া জনগুরুত্বপূর্ণ রাস্তা টি অতি পুরাতন, রাস্তা বন্ধের কথা আমি শুনেছি কেন বন্ধ করছে তা জানবো। নলকা ইউনিয়নের ভুমি তহসিল দারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা স্থলে আমি যায়নি পরে জানাবো। এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনা স্থল পরিদর্শন করে তদন্ত মূলক ব্যবস্থা নেব। এলাকা বাসীর দাবী ভূমি দস্যু সুমন গংদের হাত থেকে রাস্থাটি উদ্ধার করলে চলচলের পথ সুগম হবে।