রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
বগুড়ার শেরপুরে মুদি দোকানীর বাড়িতে মজুদ করে রাখা ১ হাজার ৯৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধারকৃত তেল ন্যায্যমুল্যে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মে) বিকাল থেকে উপজেলার মির্জাপুর বাজার ও সাতারা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। এর নেতৃত্ব দেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
জানা গেছে, মির্জাপুর বাজারের গোডাউন রোডের মুদি„ ব্যবসায়ী রুখসানা ষ্টোরের মালিক মো. আব্দুর রাজ্জাক তার গ্রামের বাড়ি সাতারায় প্রায় ৬ হাজার লিটার সয়াবিন তেলের বোতল মজুদ করেছিলেন। খবর পেয়ে এসিল্যান্ড সাবরিনা শারমিন অভিযান চালিয়ে তেলগুলো উদ্ধার করে পরে সন্ধ্যায় তা সাধারণের মাঝে ন্যায্যমুল্যে বিক্রি করা হয়।
শেরপুরের এসিল্যান্ড সাবরিনা শারমিন জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ওই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।