সোমবার, ২৩ জুন ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মৃত্যু ১, আহত ২ হাঁটু সমান কাদা, পথ নয় যেন শাস্তি, চরম দুর্ভোগে গ্রামবাসী পুবাইলে রাস্তার দাবিতে মানববন্ধন বিএসএফ কর্তৃক সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে পুশইন নাটোরে বিএসটিআইয়ে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ১৭ বছরের আওয়ামী জুলুম ভুলে গেলে চলবে না : আমিনুল হক সিরাজগঞ্জ চৌহালীর চরে খামারিকে খুন করে গরু ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৭ আন্তঃজেলা ডাকাত গ্রেফতার চট্টগ্রামে থানার লুণ্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার, কুখ্যাত ‘ব্লেড মাসুম’ গ্রেফতার ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ঠাকুরগাঁও সীমান্তে ৭ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ

বগুড়া শেরপুরে আন্তজেলা চোর ডাকাত চক্রের ২সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

জেলা প্রতিনিধি এস এম রাকিব:

বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে চুরি যাওয়া মালামাল এবং আন্তঃজেলা চোর/ ডাকাত চক্রের ০২( দুই) জন সক্রিয় সদস্য সুদূর বরিশাল ও পটুয়াখালী এলাকা হইতে উদ্ধার ও গ্রেফতার।

চুরি যাওয়া ২৯ (উনত্রিশ)টি ব্যাটারী উদ্ধারসহ আন্তঃজেলা চোর/ডাকাত চক্রের ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার এবং ১০৫ (একশত পাঁচ) টি চোরাই সন্ধগ্ধি গ্যাস সিলিন্ডার উদ্ধার।

ঘটনার বিবরনঃ
অত্র মামলার বাদী পেশায় একজন ব্যাটারী দোকানদার। শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত শেরুয়া বটতলা পিরপাল মার্কেটে বাদীর কিষান অটো নামীয় ব্যাটারীর দোকান আছে। প্রতিদিনের ন্যায় বাদী গত ইং-১৬/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বাদী তাহার দোকান খুলিয়া সারাদিন ব্যবসা করিয়া একই তারিখ রাত্রি ০৭.৩০ ঘটিকার সময় দোকানে তালা লাগাইয়া বাড়ীতে চলিয়া যায়। পরের দিন রাত্রি অনুমান ০৪.০০ ঘটিকার সময় বাদীর চাচাতো ভাই মোঃ সেলিম বাদীকে মোবাইল ফোনে জানান যে, বাদীর দোকান চুরি হইয়াছে। তাৎক্ষনিক বাদী তাহার দোকানে আসিয়া দেখিতে পান যে, বাদীর দোকানের শার্টারের তালা কাটা। তখন বাদী শার্টার তুলিয়া দেখিতে পান যে, দোকানে থাকা ইজি বাইক, অটোরিক্সা, আইপিএস এবং সিএনজিএর নতুন ও পুরাতন সর্বমোট ৪১টি ব্যাটারী যাহার মূল্য অনুমান ৪,২৫,৫০০/- (চার লক্ষ পঁচিশ হাজার পাঁচশত) টাকা নাই। পরবর্তীতে বাদী তাহার চুরি যাওয়া ব্যাটারী খোঁজাখুজি করিয়া না পাইয়া থানায় আসিয়া অত্র মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন মামলাটি তদন্তভার গ্রহন করিয়া বাদীর চুরি যাওয়া ব্যাটারী উদ্ধার এবং আসামী গ্রেফতারের নিমিত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী মোঃ নুরুন্নবীউল আহসান রুমি(৪৭)পিতা-সানা উল্লাহ আকন্দ, সাং-দাতপুর, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জকে গত ২৪/০২/২৫ তারিখে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন। তাহার দেওয়া তথ্য মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোসসহ পূনরায় অভিযান পরিচালনা করার জন্য শেরপুর থানার জিডি নং-৩৯৭, তারিখ-০৮/০৩/২৫খ্রিঃ মূলে থানা হইতে রওনা করেন। অভিযান পরিচালনা কালে ইং-১০/০৩/২০২৫ তারিখ বেলা ১৪.২০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন শৈল্যাবুনিয়া এলাকা হইতে আসামী মোঃ ইয়াকুব মৃধাকে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করিয়া উক্ত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করিয়া ১০/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় আসামী মোঃ শহিদুল ইসলাম @ শহিদকে বিএমপি, বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন করাপুর মাষ্টার বাড়ী এলাকা হইতে গ্রেফতার করিয়া উক্ত আসামীর বর্ণিত ঠিকানার পশ্চিম দুয়ারী শয়ন ঘরের মধ্যে হইতে অত্র মামলার আলামত পুরাতন ইজি বাইকের ব্যাটারী ২৫ (পঁচিশ)টি এবং সিএনজির ব্যাটারী ০৪ (চার)টি নতুন সর্বমোট ২৯টি ব্যাটারী। মূল্য অনুমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উল্লেখ্য যে, আসামীদ্বয়ের দেখানো মতে উক্ত স্থান হইতে চোরাই সন্ধিগ্ধ আরো ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। যাহার মধ্যে খালি ৯০টি এবং গ্যাসসহ ১৫টি। যাহার আনুমানিক মূল্য ৪,২০,০০০/- টাকা। উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। যাহার শেরপুর থানার জিডি নং-৩৯৭, তারিখ-০৮/০৩/২৫খ্রিঃ। তদন্তকালে জানা যায়, ধৃত আসামীদ্বয় আন্তঃজেলা চোর/ডাকাত দলের সক্রিয় সদস্য। ধৃত আসামীদ্বয় তাহাদের অন্যান্য সহযোগীসহ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ব্যাটারী, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য জিনিসপত্র চুরি করিয়া আসিতেছে। মামলার তদন্ত চলিতেছে। গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে নিম্নবর্নিত মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991