রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
কৃষি শ্রমিকের মজুরী দিনে ১২শ টাকা। সেই বেশি মজুরী পাবার আশায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাতে হয়েছে ভ্যানচালক । শুক্রবার (১৩ মে) দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক মালেক উদ্দিন ওই গ্রামেরই মো. আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, মালেক উদ্দিন মূলত ভ্যানচালক। সে সারা বছরই ভ্যানচালায় কিন্তু বেশি মজুরীর আশায় কয়েকদিন যাবত ধান কাটা শুরু করেছে। শুক্রবার সে উচরং উত্তর পাড়ায় ফরহাদের জমিতে ধান কাটতে যায়। বেলা সাড়ে ১২ টার দিকে বৃষ্টি শুরু হলে ক্ষেত থেকে মালেকসহ কয়েকজন বাড়ির দিকে ফিরছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয়।
স্থানীয় চিকিৎসক মো. শহিদুল ইসলাম জানান, বজ্রপাতে মালেক সঙ্গে সঙ্গেই মারা যায়। এসময় জমির মালিক ফরহাদ আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, বজ্রপাতে নিহতের লাশ তার পরিবারের কাছে দেয়া হয়েছে।