নিজস্ব প্রতিবেদকঃ-বগুড়া শাজাহানপুরে নাশকতার চেষ্টাকালে ৪ টি ককটেল ও ব্রীজ-কালভার্ট ভাঙার যন্ত্রপাতি সহ জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৩১ জুলাই রবিবার ভোর ০৫:০০ ঘটিকার দিকে শাজাহানপুর থানা ও কৈগাড়ী পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ফটকি ব্রীজ থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ-বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকার ১। আ: মতিন(৬৭), সুজাবাদ এলাকার ২। আবু বকর সিদ্দিক ঠান্ডু(৫০), ৩।মোকাদ্দেসুর রহমান(২৭), ৪। বিল্লাল হোসেন(৪২), জামুন্না এলাকার ৫।আমিনুল ইসলাম(৫৫), লতিফপুর এলাকার ৬। নজরুল ইসলাম(৫২), বেজোড়া এলাকার ৭। আনছার আলী(৫৮), ৮। আরাফ(২৭) এবং শেরপুরের ৯। শফিকুল ইসলাম (৫০), ১০। জাহাঙ্গীর আলম(৪০)।
এরা সবাই জামায়েত ইসলামী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জামায়াতের নেতা কর্মীরা ফটকি ব্রীজে নাশকতা করার জন্য একত্র হচ্ছে। পরে শাজাহানপুর থানা ও কৈগাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের দেহ তল্লাশি করে ৪ টি ককটেল ও ব্রীজ কালভার্ট ক্ষতিসাধনের যন্ত্রপাতি সহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,৩১ জুলাই রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।