নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়ায় ক্যাবল নেটওয়ার্ক কর্মীর উপর হামলা, মারধোর ও অর্থ লুটের ঘটনা ঘটেছে। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় বাদী মোঃ বরাত প্রামানিক (২৭) শহরের চকসূত্রাপুরের মোঃ ঠান্ডু প্রামানিকের ছেলে। বরাত শহরের নামাজগড়ে অবস্থিত এশিয়া ক্যাবল নেটওয়ার্কে ডিস বিল কালেকশন ও লাইন মেরামতের কাজ করেন। কর্মের সুবিধার্থে বরাত তার শশুরবাড়ী শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকপদ্বগাড়ীতেই থাকেন। বরাত প্রতিদিনের ন্যায় গতকাল ২০ সেপ্টেম্বর ২২ইং মঙ্গলবার বেলা ৩টায় একই ইউনিয়নের চাঙ্গুইড় নামক গ্রামে বিল উত্তলন ও লাইন মেরামতের জন্য লাইনম্যান সুমনকে নিয়ে যায়, কর্ম থেকে ফেরার পথে একই গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ শামীম (৩২) এর সাথে দেখা হয়। দেখা হওয়ার এক পর্যায়ে লাইনম্যান সুমনকে শামীম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এতে বরাত ও তার লাইনম্যান শামীমকে গালিগালাজ করতে নিষেধ করলে শামীম ও তার সাথে থাকা অজ্ঞাত ৩/৪ জন বরাতকে বেধড়ক মারধোর শুরু করে। মারধোরের এক পর্যায়ে বিবাদী শামীম তার কাছে থাকা চাকু দিয়ে বরাতকে আঘাত করে, আঘাতটি বরাতের বাম হাতে লেগে ক্ষত সৃষ্টি হয় এবং বরাতের কাছে থাকা ডিস বিল কালেকশনের ৩৫ হাজার ৫২০ টাকা শামীম ও তার সহযোগীরা ছিনিয়ে নেয়। ঘটনার একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে শামীম তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ভুক্তভোগীকে আশেপাশের লোকজন উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই শাহজাহানপুর থানায় উপস্থিত হয়ে বিবাদী শামীম ও তার সঙ্গীদের বিরুদ্ধে অদ্য রাত ৮টায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।