খালেদ হাসান ক্রাইম রিপোর্টারঃ
বগুড়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০ পিচ ইয়াবা-সহ মাদক ব্যাবসায়ী শাহিনুর কে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে ২০২২ ইং তারিখে রাত ৮:৪০ মিনিটে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী কারিগড় পাড়া দেউলী চান্দুর মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবা-সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিনুর ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী কারিগড় পাড়া এলাকার মোঃ কোরবান আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর শাহিনুর ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি মাদক মামলা রয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।