খালেদ হাসান ক্রাইম রিপোর্টারঃ
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা-সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সার্বিক দিক নির্দেশনায় ডিবি ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০৩/২২ ইং তারিখে বগুড়া ডিবির একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, বগুড়া জেলার গাবতলী উপজেলার মাঝগ্রাম এলাকার রামেশ্বরপুর বাজার থেকে মোঃ ফন্টু মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।
ডিবি ইনচার্জ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।