খালেদ হাসান ক্রাইম রিপোর্টারঃ-বগুড়ায় এ্যাডভোকেট মোঃ চাঁনমিয়া মন্ডল হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল পরিকল্পনাকারী মোঃ রঞ্জন (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব-১২।
বগুড়ার সদর থানাধীন চকফরিদ এলাকায় এ্যাডভোকেট চাঁনমিয়া মন্ডলের জমি নিয়ে ঝগড়া হয়। এর জেরে গত ০১ নভেম্বর ২০২২ ইং তারিখে সকাল অনুমান ০৯.১৫ ঘটিকার সময় বাড়ী থেকে বিজ্ঞ আদালতের উদ্দেশ্যে রওনা করে চকফরিদ এলাকার মাটির মসজিদের দক্ষিন পূর্ব দিকে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই দুর্বৃত্তরা চাঁনমিয়া মন্ডলকে ধারালো লোহার কুড়াল দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায় ।
পরবর্তীতে ভিকটিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ-হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত হত্যার ঘটনায় চাঁন মিয়ার স্ত্রী বাদী হয়ে গত ০১ নভেম্বর ২০২২ ইং তারিখে বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করে। সদর থানার মামলা নং ০৭/১০৪৮ তারিখ ০১/১১/২০২২ খ্রিঃ (ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০)। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
গত ৫ নভেম্বর ২০২২ ইং শনিবার ০৯.৩০ মিনিটে চাঁন মিয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনার পর থেকেই র্যাব-১২ আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গোয়েন্দা সংবাদেন ভিত্তিতে র্যাব-১২ এর একটি অভিযান পরিচালনা করে এবং অবশেষে ০৬ নভেম্বর ২০২২ ইং তারিখে রাত ০১.৩০ মিনিটে চাঁনমিয়া মন্ডল হত্যার পরিকল্পনাকারী, বগুড়া জেলার সদর থানার কলোনী চকফরিদ এলাকার আঃ রশিদ প্রমানিক এর ছেলে মোঃ রঞ্জন (৩৬), কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, তার নামে ০৪ টি হত্যা মামলা ও ০১টি অস্ত্র মামলা রয়েছে।
র্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।