নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়া জেলায় মানবাধিকার রক্ষায় শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পদক পেলেন সেন্টার ফর হিউম্যান রাইটস্ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আবু শাহেদ।
গত (৯ অক্টোবর) রবিবার ঢাকা প্রেসক্লাবে সেন্টার ফর হিউম্যান রাইটস্ মানবাধিকার সংস্থার আয়োজিত মানবাধিকার রক্ষায় সারাদেশের শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীদের সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর হিউম্যান রাইটস্ সংস্থার চেয়ারম্যান এ্যাডঃজিয়াউর রহমান।
উক্ত আলোচনা সভা ও শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীদের সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ আব্দুস সালাম মামুন।
প্রধান অতিথি তার বক্তব্যে সারাদেশের সকল মানবাধিকার কর্মীদের সমাজের পিছিয়ে পড়া নির্যাতিত অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর আহবান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান ও শিক্ষাবিদ মোস্তফা কামাল।
একসময় বক্তারা সেন্টার ফর হিউম্যান রাইটস্ এর সারাদেশের সকল কর্মীদের মধ্যে যারা মানবাধিকার রক্ষায় অর্থ শ্রম মেধা দিয়ে মানুষের কল্যাণে,মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন।
তাদেরকে সম্মাননা পদক প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর হিউম্যান রাইটস্ কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয়, জেলা, উপজেলার মানবাধিকার কর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।