খালেদ হাসান ক্রাইম রিপোর্টারঃ
বগুড়া জেলার শেরপুর উপজেলায় ২০ কেজী গাঁজা ও ০১ টি ট্রাক-সহ (ঢাকা মেট্রো-ট-২০-১৩৩৭) ০২ যুবক কে গ্রেফতার করেছে র্যাব।
০৬ জুলাই বুধবার সকাল ৮:৩০ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার জুয়ানপুর গাড়ীদহ এলকার শিনু (অটো গ্যাস) ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দুইজন হলেন, ৩২ বছর বয়সী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সন্তোষা এলাকার মোঃ বাবর আলীর ছেলে মোঃ সোহেল রানা ও অপরজন একই এলাকার ২২ বছর বয়সি মৃত সাইম মৃধার ছেলে মোঃ সজিব মৃধা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে।
র্যাব-১২ বগুড়া পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে মাদকদ্রব্য বহনকারী একটি ট্রাক সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ায়ীর বিরুদ্ধে মাদক বিরোধী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত-সহ বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।