খালেদ হাসান ক্রাইম রিপোর্টারঃ
বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন নাগরকান্দি প্রতাপবাজু এলাকা থেকে ০২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজন নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৪ জুন মঙ্গলবার দুপুর ২ঃ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই নারী মাদক ব্যাবসায়ী হলেন, একই পরিবারের ৪৮ ও ৫২ বছর বয়সী বগুড়া জেলার শিবগঞ্জ থানার নাগরকান্দি প্রতাপবাজু এলাকার মৃত মীর আলীর মেয়ে মোছাঃ শিউলি বেগম ও মোছাঃ বকুল বেগম।
র্যাব-১২ বগুড়া পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃত সোলায়মান ফকিরের ছেলের বসত বাড়ি প্রবেশের গেটের সামনে অভিযান চালিয়ে ঐ দুই নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।