খালেদ হাসান ক্রাইম রিপোর্টারঃ
বগুড়া র্যাব-১২, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জরোড গোল চত্তর থেকে ০১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৩ জুন সোমবার সন্ধা ৬ঃ১০ মিনিটের দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জ গোল চত্তর নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হলেন, ২৯ বছর বয়সী রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বাজে কাজলা এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে মোঃ বাদশা মিয়া।
র্যাব-১২ বগুড়া পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে মালবাহী কাভার্ডভ্যানে যাত্রীবেশে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় হস্তান্তর করা হয়েছে।