এস এম রাকিব বগুড়া জেলা প্রতিনিধিঃ- বগুড়ার শেরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার এস আই আব্দুস সালাম, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহ বন্দেগী ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বিশালপুর ইউনিয়নের গোয়াল বিশ্বা গ্ৰামের সরকারী খাসপুকুর বড়পুকুরিয়ার লীজ নেওয়ার পর ইজারাদার এর দখল নিয়ে ব্যাপক আলোচনা ও শেরপুর শহরের বিভিন্ন মুদিখানার দোকানে মূল্য তালিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোকানে দোকানে দৃশ্যমান স্থানে পন্যের মূল্য তালিকা লটকানোর দাবি জানানো হয়।