বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে লাখো জনতা ঝাঁপিয়ে পড়েছিল দেশের স্বাধীনতা অর্জনে – খাদ্যমন্ত্রী ।  

জাকির হোসেন 
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২০৬ বার পঠিত

মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা প্রশাসন আয়োজিত ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে লাখো জনতা ঝাঁপিয়ে পড়েছিল দেশের স্বাধীনতা অর্জনে। অথচ সেই মানুষটাকে বাঁচতে দিল না ঘাতকেরা। সেই ঘাতক দল বিএনপির নেতারা এখনো বলে পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। বাংলার মানুষ তাদের আর সেই সুযোগ দেবে না। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। জনগণের ভোটের হাতিয়ার শেখ হাসিনার জন্য গর্জে উঠবে আরেকবার বলে জানান তিনি।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান (সাজু) নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পুস্পস্তবক অর্পনের পর আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991