বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে হাতীবান্ধা উপজেলা প্রশাসন

মিনহাজুল হক বাপ্পী
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৪৪ বার পঠিত

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব

জন্মেছিলেন এক তরুণ মহান ব্যক্তি, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল

এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে হাতীবান্ধা উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোঃ নাজির হোসেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার এতে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন। হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান মামুন আরো ঐতিহাসিক ও জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন হাতীবান্ধা উপজেলা প্রশাসন…।

এ সময় হাতীবান্ধা থানার ওসি মোঃ শাহ আলমসহ বিভিন্ন সরকারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বহু প্রতিভাবান সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল।

১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্ধকার রাতে একদল ঘাতক সেনা কর্মকর্তার নির্মম বুলেটে শহীদ শেখ কামাল ও তার পরিবার মাত্র ২৬ বছর বয়সে শহীদ হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991