আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
১০ ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৩ টায় জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার সহযোগিতায় জেলা শিশু একাডেমি হলরুমে এ চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, সহকারি তথ্য অফিসার রমজান আলী, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।
চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪টা ক্যাটাগরির মধ্যে “ক” ক্যাটাগরিতে ১ম – ৪র্থ শ্রেণীর জন্য ছোটদের বঙ্গবন্ধু , “খ” ক্যাটাগরিতো ৫ম – ৭ম শ্রেণীর জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ,”গ” ক্যাটাগরিতে ৮ম – ১০ম শ্রেণীর জন্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু ও “ঘ” ক্যাটাগরিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্মোক্ত বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামান মনির।