স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে “স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু স্বাধীনতা পদক-২০২২ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ-২০২২) সকাল সাড়ে ১০ টায় ধানমন্ডির ৩২ নং প্রাঙ্গনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্টাতা সভাপতি মোঃ জহির উদ্দীন মবু’র সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড আল মাহমুদ পলাশ এর পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গুণিজনদের বঙ্গবন্ধু স্বাধীনতা পদক প্রদান করা হয়।
এসময় বিভিন্ন জেলা থেকে আগত বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।