তানজিনা আফরিনঃ – শোকাবহ আগস্ট উপলক্ষে রাজধানীর মিরপুর থানার আওতাধীন কল্যাণপুরে – বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম দেলোয়ার হোসেন এর উদ্যোগে গত বুধবার দোয়া মিলাদ ও তবারক বিতরণের আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় ২০০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
দোয়া ও মোনাজাত মাধ্যমে ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় । একেএম দেলোয়ার হোসেন বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাল রাতে ঘাতকরা বঙ্গবন্ধুকেই হত্যা করেনি ঘাতকের বুলেটে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শেখ কামাল শেখ জামাল শিশু শেখ রাসেল পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল সহ্ ১৮ জন ঘাতকের বুলেটে প্রাণ হারায়। কিন্তু খুনিরা বুঝতে পারনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলার মাটিতে যেন আর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে, সে জন্য আমাদের সকলকে জননেত্রী শেখ হাসিনার পাহাড়ায় সতর্ক থাকতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় বাস্তবায়ন হবে।