নওগাঁর নিয়ামতপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে ৭ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৩ জন অসহায় নারীদের ২ হাজার টাকা করে দেওয়া হয়।