ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ ভালুকায় ৮ই আগস্ট সোমবার ভালুকা উপজেলা সভা কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে “মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা” শীর্ষক আলোচনা সভা এবং কর্মহীন মহিলাদের সেলাই মেশিন বিতরণে উপজেলা নির্বাহী অফিসার সালাম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম ছিলেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ সহ আওয়ামীলীগ ভালুকা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তি বর্গ ।