নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
রোববার (০৮ আগষ্ট ) সকাল ১০ টায় নেত্রকোনায় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শেখ ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মীনি। তার উৎসাহ এবং অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বাধীনতার জন্য জেল খেটেছেন। জাতির জনকের জীবনের নানা চড়াই উৎরাইয়ের সময় সংসার আগলে রেখেছেন এবং বঙ্গবন্ধুর কাজে উৎসাহ দিয়েছেন তিনি। কিন্তু পনেরই আগস্টে ঘাতকরা বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুরন্নেছাকেও হত্যা করে। যে বেদনা আমাদের আজো কাাঁদায়।
পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।