মোঃআশরাফুল ইসলাম রাজু জেলা ব্যুরো প্রধান নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২০২৪ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি ) সকাল ১১ ঘটিকায় উপজেলার বড়ভিটা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বড়ভিটা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মূল ফটোক চত্বরে জনাব আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইরফান আলম ইকু, সিইও ইকু গ্রুপ সৈয়দপুর, নীলফামারী। এ সময় প্রধান আলোচক জনাব বাদশা আলমগীরের উপস্থিতিতে বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহির উদ্দিন বসুনিয়া অধ্যক্ষ বড়ভিটা স্কুল এন্ড কলেজ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসাইন মোহাম্মদ সেলিম রেজা বিশিষ্ট সমাজসেবক বড়ভিটা। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলার রহমান মাস্টার, বাবু ললিত চন্দ্র রায়,সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু সহ অন্যান্যরা।বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের সাফল্যগাথা ইতিহাসের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব বাদশা আলমগীরের যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে জন্য অধ্যবসায়ের বিকল্প নেই বলেও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু তার বক্তব্যে শিক্ষার্থীদের ভলো ফলাফল অর্জনের মাধ্যমে আগামীতে নিজেকে প্রতিষ্ঠিত করার সোপান যাত্রা হিসেবে তুলে ধরেন এই পালাবদলকে।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।