মো: রতন সরকার স্টিফ রিপোর্টার: গাজীপুরে সরকারি খাস জমি থেকে বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জব্দ করে বন কর্মকর্তারা।
২৩ শে জানুয়ারি সকালে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বাবুর চালার শাখা মার্কেট থেকে পূর্ব দিকে রাতুরা বিটের আওতাধীন বন বিভাগের গাছ কাটা হয়েছে বলে জানা যায়।
সারজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় রেহানার দখলাধীন বন ভূমির জায়গা থেকে দুইটি গাছ কেটছে মফেজ উদ্দিনের ছেলে মজিবুর, শফিউদ্দিন এবং মজিবুর এর ছেলে মাসুদ ও মোহাম্মদ আলী। তারা গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বিট কর্মকর্তা সহকারে এসে গাড়ি সহ গাছ জব্দ করে বিট অফিসে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে গাছগুলো নামিয়ে রেখে গাড়ি ছেড়ে দেয়।
রাতুরা বিট অফিসে গিয়েও দেখা যায়,অফিসের সামনে টুকরো করা গাছের খন্ড রাখা আছে,কিন্তু কোন গাড়ি সেখানে নেই।
এই বিষয়ে জানতে চাইলে রাতুরা বিট কর্মকর্তা জাহাঙ্গীর জানান, আমরা সকালে খবর পেয়ে ঘটনা স্থলে জাই। এবং গাছ জব্দ করে নিজেরা গাড়ি ভাড়া করে বিট অফিসে নিয়ে আসি। তদন্তের মাধ্যমে যারা গাছ কেটেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।