খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী জেলার রাংগাবালী উপজেলার অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি।
চর মোন্তাজ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ (১জুন) রোববার দুপুরে চর আন্ডা, নয়ার চর, মিঠার বাজার এবং আলেকান্দা গ্রামের সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, লবন, গ্যাসসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন এর পক্ষ থেকে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চর মোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চর মোন্তাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ট্রলার যোগে ক্ষতিগ্রস্থ এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে এসব
সামগ্রী বিতরন করা হয়। এসময় সাধারন মানুষের মধ্যে স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে।