নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের ২৩ ঘন্টা পর বন্যার পানিতে ডুবে যাওয়া আক্কাস মিয়ার(২৭) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল ২ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের কাছেই পানি থেকে তার লাশটি উদ্ধার করে।
১৭ জুন শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধারে গিয়ে বন্যার পানিতে ডুবে সে নিখোঁজ হয়। নিহত আক্কাস মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বন্যায় চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় (খালাতো ভাই) আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে—এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাসআরও কয়েজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন। চন্ডিগড় উচ্চবিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে তাঁর সঙ্গে থাকা কয়েজনসহ তিনি নিজেও বন্যার পানিতে পড়ে যান। সাথে থাকা কয়েকজন সাঁতার কেটে ওপরে উঠলেও নিখোঁজ হন আক্কাস আলী। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেয়।
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, যেহেতু এটা নিছক দুর্ঘটনা এবং এব্যাপারে কারোর অভিযোগ নেই সেহেতু লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।