স্টাফ রিপোর্টারঃ, ২০/৬/২২ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল সোমবার (২০/৬) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বন্যা মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন, ইউএনও একরামুল ছিদ্দিক, এসিল্যান্ড মোশারফ হোসাইন, পিআইও প্রকৌশলী মিজানুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলম, চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ, হেলাল উদ্দিন, নুরে আলম,মোঃ দস্তুগীর মেহেদী, আমজাদ হোসেন আশরাফী, সাংবাদিক আবু কামাল খন্দকার, সঞ্জয় সাহা, জালাল উদ্দীন মনির, দেলোয়ার হোসেন, বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্য বৃন্দ। বক্তারা বন্যা পূর্ব প্রস্তুতি মূলক মোকাবেলায় সাপের কাটা টিকা, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, স্যালাইন,ওষুধ, পর্যাপ্ত পরিমানের শুকনো খাবার ও নৌকা, স্পীড বোর্ড রাখাসহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগন সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও স্কুল -মাদ্রাসায় ৬৬ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।