আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
আজ বিকাল সাড়ে ৪ টায় পৌর শহরের সরকারি একে স্কুল সংলগ্ন পটুয়াখালী-আমতলী আঞ্চলিক সড়কের পাশে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. এম,এ কাদের মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনায়েম সাদ,আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ একেএম মিজানুর রহমান, হাসপাতালের পরিচালক ইঞ্জিঃ রাকিব উদ্দিন চৌধুরী রাজু প্রমুখ।
উল্লেখ্য,হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতিসহ হোম সার্ভিস ও সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হবে।