বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ২০২২ খ্রীঃ বরগুনা জেলাধীন তালতলী থানা পরিদর্শন করেন, বরগুনা জেলার নবাগত সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)
কাজী সাখাওয়াত হোসেন তপু। এসময় তালতলী থানার এস আই রফিকুল ইসলাম, এস আই মাহবুব, এস আই এনায়েত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন , পুলিশ সুপার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ও ফোর্সদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।