স্টাফ রিপোর্টার মাসুদ মৃধা বরগুনা:
বরগুনা জেলা পুলিশের কর্মস্পৃহা ও কাজের গতি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন খেলাধুলার অংশ হিসেবে পুলিশ সুপার, বরগুনা এর একান্ত উদ্যোগে বরগুনা থানা কম্পাউন্ডে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট/২০২১ অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের কনস্টেবল থেকে তদুর্ধ্ব পুলিশ কর্মকর্তা গনের ১২ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
১১ ফেব্রুয়ারি ২০২১ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বরগুনা সদর থানা ও জেলা বিশেষ শাখা, বরগুনা দল প্রতিদ্বন্দ্বিতা করে। বরগুনা সদর থানা দল ২/১ সেটে চ্যাম্পিয়ন হয়।
বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম এম ইনচার্জ কে এম তারিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি আবুল বাশার, সহ জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply