জহিরুল হক জহির স্টাফ রিপোর্টার:
সংবাদদাতা,বাকেরগঞ্জ, বরিশাল।।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) কারসাজির অভিযোগ তুলেছে জেলা পরিষদ সদস্য প্রার্থী ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্না।
তিনি নতুন করে ভোট গণনার দাবি করে ১৯ অক্টোবর (বুধবার) বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।
তিনি বাকেরগঞ্জ থেকে সদস্য প্রার্থী ও বরিশাল সরকারি বি এম কলেজের ক্রীড়া সম্পাদক।
ছাত্রলীগ নেতা ফয়সাল অভিযোগে উল্লেখ করেন, তিনি ব্যাট প্রতিকে নির্বাচন করেছেন। ভোট গণনা শুরুর পর তার এজেন্ট কে বের করে দেয়া হয়,মাঝে ইভিএম আপডেটের কথা বলে গননা বন্ধ রাখা হয়।পরে আবার তার এজেন্টকে না ডেকেই ভোট গণনা করা হয়। তিনি গণনার সময় প্রবেশ করতে চাইলেও তাকে ঢুকতে দেয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন,ফলাফলের শিটে দুপুর ২-১৫ মিনিট থাকলেও ঘোষনা করা হয় আরও পরে যার তথ্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করলে পাওয়া যাবে। তার দাবি দুপুর ২ টার পর থেকে ২ টা ৪০ মিনিটের মধ্যে ইভিএমে কারসাজি করে ফলাফল ঘোষণা করা হয়েছে বলে তার অভিযোগ।