মোঃ মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার:
বরিশাল বিএম কলেজ সমাজবিজ্ঞান বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার (৯মার্চ) যথাযথ মর্যাদায় প্রতিবছরের ন্যায় এবার ও ইফতার দোয়ার আয়োজন করা হয়েছে।
এতে মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল মানুষের জন্য শান্তি, জুলাই আগস্ট আহত ও শহীদদের জন্য ও সকল মুসলিম উম্মাহর জন্য সুস্থতা ও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে
ইফতারে অংশগ্রহণ করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ
প্রফেসর মোঃ হুমায়ুন কবির, প্রফেসর মোঃ ইব্রাহিম খলিল স্যার , অধ্যপক মোঃ মাইনুল ইসলাম, অধ্যপক মোঃ বিলাশ মল্লিক স্যার, অধ্যপক মুক্তা বেগম, অধ্যপক নুসরাত ম্যাম সহ সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্হিত ছিলেন। দেশিয় মুখরোচক খাবারের সাথে কলেজ জীবনের স্মৃতিচারণায় মুখরিত ছিল গোটা ইফতার।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবির স্যার বলেন,বছর ঘুরে আবারও এসেছে পবিত্র রমজান মাস। আরবি মাসগুলোর মধ্যে অন্যতম বরকতময় ও মর্যাদাপূর্ণ। আত্মসংযম ও আত্মপরিশুদ্ধির মাস রমজান। কারণ এ মাসে নফসের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেন সবাই। রাগ, হিংসা, গিবত, মিথ্যা, সন্দেহ, বিদ্বেষ, অহংকারসহ যেগুলো আমাদের খারাপ কাজে আকৃষ্ট করে, তা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন সবাই। এ মাস নিয়ে বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিহিত করেছেন।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজু বলেন, দিনশেষে যখন ইফতার করতে যাই, তখন বাড়ির কথা মনে পড়ে খারাপ লাগে। শৈশব থেকে আজ অনেক দূরে চলে এসেছি। তারপরও নিজের পড়াশোনা আবার টিউশনি, ব্যস্ততা নিয়ে দিন কাটছে। হলের সিনিয়র, জুনিয়র সবাই মিলে সুন্দর সময় কাটছে। রমজান মাসের মতো সারাটা বছর যেন ছাত্র, শিক্ষক, সিনিয়র, জুনিয়র সবার মধ্যে এমন নৈতিকতা, মূল্যবোধ আর আন্তরিকতা বজায় থাকে। সত্যিই, রমজান আত্মশুদ্ধির এক অপূর্ব মৌসুম, যেখানে ইবাদত। দান-সদকা আর তাকওয়ার চর্চায় আত্মার পরিশুদ্ধি ঘটে।