শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: “মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্থরের সাংবাদিক জাগো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২অক্টোবর) সকাল ১১ টায় রৌমারীস্থ কৃষি ব্যাংক সংলগ্ন বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর
কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহসভাপতি শাহ মোঃ আব্দুল মোমেন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মাহমুদা আক্তার স্মৃতি, গণকমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রবীণ সাংবাদিক কাইয়ুম আজাদ বাবুল,সরকার নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলাম জীবন, সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টার,চর শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সাইদুর রহমান দুলাল, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম,জেলা যুবলীগের সদস্য ও রৌমারী ডিগ্রি কলেজের প্রথমছাত্র নুরুল আমিন, উপজেলা ভাইস
চেয়ারম্যান মোজাফফর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ আফজাল হোসেন বিপ্লব,
আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশীদ,সাংবাদিক মিজানুর রহমান মিনু, শাহাদত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিক আ:মমিন, সাখাওয়াত হোসেন,সাইফুলইসলাম,
ইউনুস আলী, মিন্টুমিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন,বর্তমান প্রতিকুল পরিবেশ
পরিস্থিতিতে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যবৃন্দ খুব সাহসীকতার সহিত এলাকার জনদুর্ভোগ, অসঙ্গতি, আর্থ সামাজিক সমস্যা ও করনীয় বিষয়ে
জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে সংশিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।যা ইতিবাচকভাবে ভাবে আমরা দেখি। বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির পাশাপাশি ইতিবাচক অর্থাৎ ভালো সংবাদ, উন্নয়ন সংবাদ গুলো প্রকাশের আহবান জানান।
মধ্যাহ্নভোজ শেষে স্থানীয় শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।