মোঃ পায়েল মিয়া স্টাফ রিপোর্টারঃ- রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজার, সকাল ৬ থেকে শুরু হয় বাজারে কাঁচা বাজার ক্রয়-বিক্রয়। সকাল থেকেই মানুষের উপচেপড়া ভিড়, এখানে প্রায় ২০-২৫ টি গ্রামের কাঁচা মাল ক্রয়-বিক্রয় হয় তাছাড়া রংপুর শহরের খুচরা বিক্রেতা গণ এ বাজার থেকে পাইকারী বাজার ক্রয় করে খুচরা বাজারে বিক্রি করেন।
কিন্তু দুঃখের বিষয় বাজারের যে পরিমান মানুষের সমাগম হয় সেই পরিমান জায়গা না থাকার কারনে পুরো রাস্তা ঘাটে মানুষের উপচেপড়া ভিড়। এতে জনসাধারন রাস্তা পারাপারে অসুবিধাসহ অনেক সময় ঝগড়াবিবাধের আশঙ্কা থাকে। জায়গা না পেয়ে বিক্রেতাগণ রাস্তা দু ধারে মাল বিক্রি করে। আর এ কারনেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে থাকে।
হাট কমিটির বক্তব্য, বাজারে মানুষের সমাগম যে হারে হয়ে থাকে সেই তুলনায় আমাদের জাগয়া অনেক কম। আর এ কারনে আমাদের বিক্রেতাগণ রাস্তায়ধারে দোকান দিতে দেখা যায়।