শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

বসন্ত কবে আসে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২০১ বার পঠিত

বসন্ত কবে আসে–
কলমে—বিলকিস আক্তার –

প্রেমে পড়েছিলাম–
হ্যাঁ,আমিও প্রেমে পড়েছিলাম,
প্রেমে পড়েছিলাম এক মূর্তিমানবের।
এক বসন্তের বিকেলে,
প্রেমে পড়েছিলাম সেই টানা চক্ষু যুগলের।
ভালোবেসেছিলাম,তারে দেখেছিলাম সেই কৃষ্ণচূড়া গাছের তলে।
নাহ,প্রথম দেখা ছিলোনা সেদিন,
তবুও কেনো জানি নতুন করে আবার প্রেমে পড়েছিলাম তার।

দু হাত ভরা ছিলো, কৃষ্ণচূড়ার ফুল,মাথায় ঝাকড়া চুল।
এগিয়ে গিয়েছি যখন ই ধারে তার।
খানিক মিষ্টি হেসে হাত ধরে বলেছিলো,
এইতো এলে তুমি এত দেরি কেনো হলো।
বিশ্বাস করো,আমি কি বলবো তোমায়,
তোমায় দেখার পিয়াস ই তো মিটছেনা।

হৃদয় ভরা প্রেম ছিলো গো
দিয়েছো কত উপহার।
শ্রেষ্ঠ উপহার, ছিলো গো তোমার
সেই পূর্ণিমা রাত,
জোতস্না আলোয় ঝলমলে ছিলো,
পাশে ছিলে তুমি,দখিনা বাতাস,
মন ছিলো মাতাল।
সেদিন তো বলেছিলে
যাবেনা ছেড়ে।
বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পর।
আর বসন্ত আসেনি আমার এই ধরাতে।
ফুটেনি আর ফুল সেই কৃষ্ণচূড়ার ডালে।
পাখিরা কি বোবা সবে আর গায় না গান।
হঠাত ই যেনে বুকের বাম পাশটায়,
প্রচন্ড ব্যথা।
ব্যথা নয় সে তো, তোমার জন্য
লুকানো ছন্দমালা আর কথা।
তুমি আসো নি বলে,
আসে না বসন্ত,খুব অভিমান তার মনে।

সেদিন একটি কোকিল বসে
পেয়ারা গাছটির ডালে
কি বিষণ্ন সুরে ডাকছিলো সে,
তবুও আমি অনুভব করিনা বসন্ত কবে আসে।
কোকিল ডাকেনা মনের সুখে
দুঃখে ভরা তার সুর।

এত আশা ক্ষুণ্ন করে আজ তুমি
বহুদূর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991