মোঃ এমরান হাসান আলীম স্টাফ রিপোর্টারঃভোলার লালমোহন সরকারি শাহবাজপুর ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ আলী জিন্নাহ-(রবিন) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ রবিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট এলাকার চরলক্ষ্মী ৮ নং ওয়ার্ডের রাড়ি বাড়ির মোঃ নাসিম এর একমাত্র পুত্র সন্তান।
অসুস্থ রবিনের বাবা মোঃ নাসিম লালমোহন চৌরাস্তার লাইজু সু-ষ্টোরে সামান্য বেতনে চাকুরী করেন। নাসিমের একমাত্র পুত্র মোঃ আলী জিন্নাহ-রবিন এর চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি ইতিমধ্যে নি:স্ব হয়ে গেছেন। মোঃ নাসিম এর একমাত্র ছেলেটির চিকিৎসা চালাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন অসুস্থ রবিনের পরিবার। সহায়তা ও যোগাযোগ করতে চাইলে: বাবা- 01733124945, মা- 01733124945,