দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দেশীয় তৈরি একটি এল.জি উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ জুন) দুপুর ১২. ৪৫ মিনিটের সময় উপজেলার ৬নং বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়ার ৯ নং ভোট কেন্দ্র থেকে ৫০০ গজ উত্তরে একটি ডোবায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছেন, আজ বাঁশখালী উপজেলায় ১৩ ইউপিতে চলছে ভোটগ্রহণ। শান্তিপুর্ণভাবে চলা ভোট গ্রহণকে অশান্ত করার লক্ষ্যে কে বা কারাএ অস্ত্রটি রেখেছে। এব্যাপারে বাঁশখালী থানা কর্তৃক একটি জিড়ি করা হয়েছে। যার নং (৬৮৫)।