ইভি এম এর মাধ্যমে নবম ধাপের ইউপি নির্বাচন বাঁশখালীতে ১৩ টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়।গতকাল ১৫ জুন ২০২২ ইং তারিখে চাম্বল বাদে সারা বাঁশখালীতে একজোগে এই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে বড় ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়া ভোটারদের মনোনীত প্রার্থীদের ভোট দিতে পেরে ভোটার গণও খুশী এদের মধ্যে প্রতিবন্ধী নওশা মিয়া ও একজন।
এবারে ১৩ টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন যারা।১১ নং পুইছড়ী ইউনিয়ন থেকে তারেকুর রহমান ১২ নং খ) ছনুয়া ইউনিয়ন থেকে হারুনুর রশীদ ১২ নং ক) শেখেরখীল ইউনিয়ন থেকে মৌলানা মোর্শেদ ফারুকী ১০ নং গন্ডামারা ইউনিয়ন থেকে মোহাম্মদ লিয়াকত আলী ৯ নং শীলকুপ ইউনিয়ন থেকে কায়শ সরওয়ার সুমন ৭ নং সরল ইউনিয়ন থেকে রশিদ আহাম্মদ চৌধুরী ৬ নং খ) কাথরিয়া ইউনিয়ন থেকে ইবনে আমিন ৬ নং ক) বৈলছড়ী ইউনিয়ন থেকে কফিল উদ্দীন ৫ নং কালীপুর ইউনিয়ন থেকে এডভোকেট আ ন ম শাহদাত আলম ৪ নং বাহার ছড়া ইউনিয়ন থেকে তাজুল ইসলাম চৌধুরী ৩ নং খানখানাবাদ ইউনিয়ন থেকে জসিম উদ্দীন হায়দার ২ নং সাধনপুর ইউনিয়ন থেকে সালাহ উদ্দীন কামাল ১ নং পুকুরিয়া ইউনিয়ন থেকে আসহাব উদ্দীন।
এতে নির্বাচন অফিসার ফায়সল আলম বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারেই বাঁশখালীতে প্রথম ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেনি এর আগে পৌরসভা নির্বাচন ইভিএম এর মাধ্যমে হয়েছে সফল ভাবে।বড় ধরনের কোন অপ্রতিকর ঘঠনা ঘটেনি এ নির্বাচনে।আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত।